DHAKA STOCK EXCHANGE

মঙ্গলবার, ৫ জুন, ২০১২

আরগন ডেনিমসের আইপিও অনুমোদন

আরগন ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার সংস্থাটির ৪৩৪তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়। কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরগন ডেনিমস নামের কোম্পানি ১০ টাকা মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৩২ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা মূল্যের কোম্পানির প্রতিটি শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছে ৩৪ টাকা করে। লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লি. ও আরগন ডেনিমস লিমিটেডের ইস্যু ব্যবস্থপনার দায়িত্ব পালন করবে। কোম্পানি উত্তোলকৃত টাকা ব্যাংক থেকে গৃহীত ঋণ পরিশোধ, প্রকল্প সম্প্রসারণ এবং আইপিও’র খরচ খাতে ব্যয় করবে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির বেসিক শেয়ারপ্রতি আয় দেখানো হয়েছে ৫.৪৬ টাকা।
সূত্র: দৈনিক জনকণ্ঠ, ৩০ মে, ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন