DHAKA STOCK EXCHANGE

বুধবার, ৬ জুন, ২০১২

পুঁজিবাজার থেকে ৪ হাজার কোটি টাকা তুলতে চায় ২৮ কোম্পানি
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪ হাজার ২৬ কোটি তুলতে চায় ২৮ কোম্পানি। জানা গেছে, নাভানা রিয়েল এস্টেট নামের কোম্পানি ৩ কোটি শেয়ার ছেড়ে শুধু প্রিমিয়ামের মাধ্যমে ৩৩০ কোটি টাকা তুলতে চায়। কোম্পানির প্রিমিয়াম প্রস্তাব করা হয়েছে ১১০ টাকা। এনার্জি প্রিমা লিমিটেড নামের কোম্পানির প্রতিটি শেয়ারের প্রিমিয়াম ৫৬ টাকা। কোম্পানি বাজার থেকে ১৪৪ কোটি টাকা তুলবে। ঢাকা রিজেন্সি হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেড নামের কোম্পানি ৪০ টাকা প্রিমিয়াম প্রস্তাব করে বাজার থেকে ৮০ কোটি টাকা তুলতে চায়। হ্জীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড নামের কোম্পানি ৬০ টাকা প্রিমিয়াম প্রস্তাবে বাজার থেকে ২২৫ কোটি টাকা তুলতে চায়। গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড নামের কোম্পানি ২০ টাকা প্রিমিয়াম ধরে বাজার থেকে ২৪ কোটি টাকা তোলার আবেদন জানিয়েছে।
ফার ফাস্ট নিটিং এ্যান্ড ডায়িং লিমিটেড নামের কোম্পানির প্রিমিয়াম ৪০ টাকা। কোম্পানি বাজার থেকে ১২০ কোটি টাকা তুলতে চায়। কেয়া কটন মিলস লিমিটেড নামের কোম্পানি বাজার থেকে ৩০ টাকা প্রিমিয়াম ধরে ১৫০ কোটি টাকা তুলতে চায়। জেনারেল নেক্সট ফ্যাশন নামের কোম্পানি বাজার থেকে ২৫ টাকা প্রিমিয়াম ধরে ৭৫ কোটি টাকা তোলার আবেদন করেছে। মতিন স্পিন মিলস লিমিটেড ৫৫ টাকা প্রিমিয়াম ধরে ১৫১ কোটি ২৫ লাখ টাকা তুলবে। এপোলো ইস্পাত কমপ্লেক্স ৬০ টাকা প্রিমিয়াম ধরে বাজার থেকে ৩৪২.৯০ কোটি টাকা তুলবে। কেয়া স্পিনিং মিলস লিমিটেড প্রতিটি শেয়ারের প্রিমিয়াম ৩০ টাকা। কোম্পানি বাজার থেকে প্রিমিয়াম বাবদ ১২০ কোটি টাকা তুলতে চায়। সাইফ পাওয়ার টেক লিমিটেড নামের কোম্পানি বাজার থেকে ২৫ টাকার প্রিমিয়াম ধরে ৩০ কোটি টাকা তুলতে চায়। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড বাজার থেকে ৬০ টাকা প্রিমিয়াম ধরে ২৭০ কোটি টাকা তুলতে চায়। ইফাদ অটোস লিমিটেড বাজার থেকে প্রিমিয়াম বাবদ ২৭০ কোটি টাকা তোলার আবেদন এসইসিতে জমা দিয়েছে। এছাড়া সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাজার থেকে ২৫ টাকা প্রিমিয়াম ধরে ২২ কোটি ৫০ লাখ টাকা তুলতে চায়। এমএল ডায়িং লিমিটেড নামের আরও একটি কোম্পানি বাজার থেকে ২০ টাকা প্রিমিয়াম ধরে ৬০ কোটি টাকা তুলতে চায়। এ ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড নামের কোম্পানি ২০ টাকা প্রিমিয়াম প্রস্তাব করেছে। কোম্পানি বাজার থেকে ৬০ কোটি টাকা তুলতে চায়। এছাড়া ওরিয়ন ফার্মা ৩৬০ কোটি, ইনাভো টেক্সটাইল মিলস লিমিটেড ১৩৩ কোটি টাকা, প্রিমিয়ার সিমেন্ট ৪৪ কোটি ৪ লাখ টাকা, হামিদ ফেব্রিক্স লিমিটেড ৭৮ কোটি, প্যারামাউন্ট সিমেন্ট ১০৫ কোটি, বেঙ্গল এন্ডোর থার্মো প্লাস্টিক লিমিটেড ৬০ কোটি, গোল্ডেন হারভেস্ট এ্যান্ড এগ্রোফার্মা লিমিটেড ১৫০ কোটি, এমপি স্পিনিং মিলস লিমিটেড ৯৮ কোটি এবং আনন্দ শিপ ইয়ার্ড এ্যান্ড শিপ ওয়েজড লিমিটেড ৬৩ কোটি ৬০ লাখ টাকা প্রিমিয়াম প্রস্তাব করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন